Panchayat: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিরিজের চতুর্থ সিজন। এই সিজন জুড়ে ছিল রাজনীতির আবহ। লকি বনাম প্রেসার কুকার পার্টির ফলাফল এখন বলতে গেলে কারোরই প্রায় অজানা নয়। ঠিক এমনই এক আবহে মুক্তি পেল এক নতুন ঘোষণা।
নির্মাতারা জানিয়েছেন, পঞ্চম সিজন আসবে। এবং তা আসবে আগামী বছর। নির্মাতাদের তরফ থেকে দেওয়া হয়েছে একটি পোস্টারও। যেখানে চেয়ারের উপর বসে রয়েছে বিনোদ এবং তাকে সবাই তুলে ধরছে। তাহলে কি পরবর্তী সিজনের পোস্টার বয় বিনোদ ওরফে অশোক পাঠক?
আরও পড়ুন – Dhurandhar First Look : “বড় পর্দায় Mass Action, ধরা দেবেন “ধুরন্ধর” রণবীর”
টিভিএফ প্রযোজিত এই বহুল জনপ্রিয় সিরিজে মুখ্য ভূমিকায় আছেন জিতেন্দ্র কুমার, সানভিকা, রঘুবীর যাদব, নীনা গুপ্ত, দুর্গেশ কুমার সহ আরো অনেকে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন সাওয়ান্দ কিরকিরে। চতুর্থ সিজনের চমক তো আমাদের কাছে এখন জানা। পঞ্চম সিজনে কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য? তারই উত্তর দেবে সিজন ৫। তবে তার জন্য যেন অপেক্ষার আর বাঁধ ভাঙ্গে না। পঞ্চায়েতপ্রেমীদের চোখ এখন যেন অটিটির পর্দাতে। আপনাদের কেমন লাগলো পঞ্চায়েত সিজন ৪? আমাদের জানাতে ভুলবেন না।

পঞ্চায়ত সিজন ৫।