খোদ অস্কারে এবার বাঙালী ছোঁয়া। নজির গড়লেন পণ্ডিত বিক্রম ঘোষ এবং গায়িকা ইমন চক্রবর্তী। আসন্ন অস্কার মনোনয়নে ৭৯ টি গান এবং ১৪৬ টি ব্যাক গ্রাউন্ড স্কোরের মধ্যে তালিকাভুক্ত হয়েছে গিরিশ মালিকের ছবি ‘ব্যান্ড অফ মহারাজাস’ ছবির গান ‘ইশক ওয়ালা ডাক’। এই গানটিতেই সুর দিয়েছেন বিক্রম ঘোষ। সম্প্রতি এই গানটি জায়গা করে নিয়েছে এই তালিকাতে।
এর আগে পরিচালকের অন্য একটি ছবিতে কাজ করেছেন পণ্ডিত বিক্রম ঘোষ। ২০১৪ সালে ‘জল’ ছবিতেও সুর দিয়েছিলেন তিনি। সেই ছবির গানও অস্কার মনোনয়নে তালিকাভুক্ত হয়। ২০১৪ সালের পর আবার তাঁদের কাজ মনোনীত হলো এই তালিকায়।

ব্যান্ড অফ মহারাজাস।
অন্যদিকে, প্রথম বাঙালী গায়িকার গান অস্কারে মনোনীত হয়েছে। গত শিশু দিবসে মুক্তি পেয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া নতুন গান ‘ইতি মা’। এবার খোদ অস্কারেই সেই গান মনোনীত হলো। মূলত পথশিশুদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই গান। ইন্দ্রধর মুখোপাধ্যায়ের পরিচালনায় গানটিতে সঙ্গীত পরিচালনা করেছেন সায়ন গাঙ্গুলি।
ইতিমধ্যেই প্রচুর শুভেচ্ছাবার্তা পেয়েছেন পণ্ডিত বিক্রম ঘোষ এবং ইমন চক্রবর্তী। বিক্রম ঘোষের কাজ এর আগে অস্কারে মনোনয়ন পেয়েছে তবে ইমনের কোন গান এবার মনোনীত হল অস্কার মনোনয়নে। Itsmajja Bangla র পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইলো তাদের জন্য।