বাজারে রমরমিয়ে চলছে ‘স্ত্রী ২’ (২০২৪)। জনপ্রিয়তার নিরিখে ‘স্ত্রী’ (২০১৮) কে ছাড়িয়ে গেছে তার সিকুয়েল। ম্যাডক ফিল্মসের ব্যানারে ‘স্ত্রী ২’ অমর কৌশিকের চতুর্থ ছবি। পরিচালক অমর কৌশিক ইতিমধ্যে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, বরুণ ধাওয়ান, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি, দিপক ডোবরিয়াল, অভিষেক ব্যানার্জি, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুরের সাথে কাজ করেছেন।
‘স্ত্রী ৩’ এর ক্ষেত্রে পরিচালক পত্রলেখা কে কাষ্ট করতে চেয়েছিলেন। তবে রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখা অভিনয়ে সায় দেননি। পত্রলেখা নিজেই এই কথা জানিয়েছেন। কারণ হিসেবে পত্রলেখা বলেন শ্রদ্ধা আর রাজকুমারের জুটি দারুণ। এছাড়াও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি, অভিষেকরা রয়েছেন, স্ত্রী’র ইউনিভার্স তৈরি করেছেন ওনারাই।

।ছবির পোষ্টার।
অনেকে মনে করেছেন, ফ্র্যাঞ্চাইজিতে ইতিমধ্যে অভিনয় করা, অভিনেতাদের ভীড়ে নিজের জেল্লা যাতে কমে না যায়, তাই এই সিদ্ধান্ত অভিনেত্রীর। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, পত্রলেখা – রাজকুমার রাও কে দর্শক একসাথে দেখেছে ‘সিটিলাইটস’ (২০১৪) ছবিতে।