বিখ্যাত হিট জুটি আবার বড় পর্দায়। এই দুটি কিন্তু কোন হিরো হিরোইনের না, বাবা-ছেলের। হ্যাঁ ঠিকই ধরেছেন, আসছে নতুন ছবি প্রজাপতি ২। সেই ছবির শুটিং শুরু হলো লন্ডনে।
ছবিতে মুখ্য চরিত্র থাকছেন সুপারস্টার দেব এবং প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখনো পর্যন্ত ছবির বাকি কলাকুশলীদের নাম প্রকাশ্যে আসেনি। তবে এমনটা শোনা যাচ্ছে, ছোটপর্দার কোন এক নায়িকাকে এই ছবিতে দেখা যাবে। পাশাপাশি থাকতে পারেন নামি অভিনেতারাও।
আরও পড়ুন – Battle of Galwan Glimpse : বিধ্বংসী লুকে সলমন খান, আসছে নতুন ছবি Battle of Galwan
এই নতুন ছবি প্রজাপতি ২ কি আদৌ প্রজাপতির দ্বিতীয় পার্ট না সম্পূর্ণ অন্য গল্প তা এখন দেখবার বিষয়। এই ছবিতে দেব এবং মিঠুন চক্রবর্তীর লুকের খানিকটা বর্ণনাও পাওয়া গেছে।
অল টাইম ব্লকবাস্টার বলতে যা বোঝায়, সেই খেতাব কিন্তু জিতেছে প্রজাপতি। সেই ছবিটির দ্বিতীয় পার্ট বা সিক্যুয়াল কি সেই খেতাব পেতে পারবে? প্রশ্ন এখন সিনেপ্রেমীদের মনে। আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এই নতুন ছবি। অন্ততপক্ষে এমনটাই এখনো পর্যন্ত জানা গেছে।

লন্ডনে দেব এবং মিঠুন চক্রবর্তী।

পরিচালক অভিজিৎ সেন।