Projapoti Sequal:রঘু ডাকাত ছবির ঘোষণার পর আবারও চমক দিলেন সুপারস্টার দেব। আবারও দেব- অভিজিৎ সেন জুটির কাজ বড়পর্দায় দেখতে পাবেন সিনেপ্রেমীরা। ছবির প্রযোজনায় বেঙ্গল টকিস।
আসছে নতুন ছবি ‘প্রজাপতি ২’। হ্যাঁ, এমনটাই নিজের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, “কিছু না বলা গল্প এবার বলা হবে ২০২৫ য়ে। আমরা খুব খুশি ঘোষণা করতে পেরে।“প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন সুপারস্টার দেব।
Few untold stories of 2024 will be told in 2025…
— Dev (@idevadhikari) January 1, 2025
Super happy to announce our next….
Projapati 2@BengalTalkies @devpl_official @AVIJIT416 @AdvARC_official pic.twitter.com/n67UPEKUtJ
প্রজাপতি ছবিতে ছিলেন মিঠুন চক্রবর্তী,মমতা শঙ্কর, কৌশানি,শ্বেতা ভট্টাচার্য,খরাজ মুখোপাধ্যায় সহ বহু অভিনেতা অভিনেত্রী। এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। তার সিক্যুয়ালে এই অভিনেতা অভিনেত্রীরা থাকবেন কিনা সে সমন্ধে বিশদে জানা যায়নি।
আরও পড়ুন- Director Arun Roy passed away:প্রয়াত পরিচালক অরুণ রায়
২০২৫ য়েই ছবি মুক্তি পাচ্ছে, তেমনটাই জানিয়েছেন নির্মাতারা। সূত্রের খবর, এখনও শুরু হয়নি ছবির শুটিং। প্রজাপতি ছবিটি যেভাবে বক্স অফিসে সাড়া ফেলেছিল, এই ছবিও সেভাবেই সাড়া ফেলল বলে!