চারিদিকে এখন ‘পুস্পা’ জ্বর । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পুস্পা ২ র ট্রেলার। তারপর থেকেই শুরু হয়েছে উন্মাদনা। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন,রশ্মিকা মান্দানা। পাশাপাশি ছবিতে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। এর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল পুস্পা। তার তিন বছর পর বেরোচ্ছে এই ছবির সিক্যুয়াল। তারই নতুন গান সম্প্রতি মুক্তি পেলো।
পুস্পা ২ এর নতুন গানের নাম ‘কিসিক’। গানে নৃত্য পরিবেশনে দেখা গেলো আল্লু অর্জুন এবং শ্রীলিলা কে। তেলেগু ভার্সনে গানটি গেয়েছেন সুব্লাসিনি এবং হিন্দিতে সুব্লাসিনির পাশপাশি গানটি গেয়েছেন লথিকা। এর আগে মুক্তি পেয়ছিল অন্য একটি গান আংরাও। যেখানে নৃত্য পরিবেশনে দেখা গেছিলো আল্লু এবং রশ্মিকা। নতুন এই গান এই মুহূর্তে রয়েছে ইউটিউব ট্রেনডয়ে আছে এই গান।
আরও পড়ুন – New series Kalratri hoichoi coming soon:‘দেবী’ রূপে সৌমিতৃষা, আসছে ‘কালরাত্রি
আগামী ৫ ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে পুস্পা ২। আবারও বড় পর্দায় পুস্পা কে দেখতে হলে যে ভিড় করবেন দর্শকরা, তা এখন থেকেই বেশ বোঝা যাচ্ছে। এখন এটাই দেখার বক্স অফিসে কতোটা ঝড় তুলবে এই ছবি।