জনপ্রিয় ছবি ‘পুষ্পা ‘ ছবির পর এবার আসছে তার সিক্যুয়াল ‘পুষ্পা ২’। ছবিতে আবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় দক্ষিনী সুপারস্টার আল্লু অর্জুন কে। ছবিটি পরিচালনা করছেন সুকুমার। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ম্যইথ্রি মুভি মেকারস এবং সুকুমার রাইটিংস। ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন দেবী শ্রী প্রসাদ।

চলতি বছরের এপ্রিল মাসে বেরিয়েছিল এই ছবির টিজার। ছবিতে আল্লু অর্জুন ছাড়াও থাকছেন রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। এছাড়াও ছবিতে দেখা যাচ্ছে ধানুঞ্জয়, রাও রমেশ, সুনীল, অনাসুয়া ভরদ্বাজ এবং অজয় ঘোষ। টিজারের পাশপাশি আজ মুক্তি পেল একটি পোস্টারও।
আগামী ৫ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল এই ছবির প্রিক্যুয়াল ‘পুষ্পা’। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে, বড়পর্দাতে এই ছবির দাপটও কম হবে না।