আগামী বছরে দেব অভিনীত ‘রঘু ডাকাত’ ছবি আসার কথা। এই ছবির শুটিং শুরু হবে, এমনটাই শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। তবে এখন শোনা যাচ্ছে অন্য কথা। ছবিটির শুটিং নাকি পিছিয়ে যাচ্ছে। ছবিটি পরিচালনা করার কথা ধ্রুব বন্দোপাধ্যায়ের। ছবির প্রযোজক দেব নিজেই।
কানাঘুষো শোনা যাচ্ছিল,খাদান ছবির পরেই রঘু ডাকাতের শুটিং শুরু করবেন দেব। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছে এই ছবির শুটিং দেরীতে শুরু হতে পারে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিতে ‘টেক্কা’ তে অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পেয়েছেন দেব। পাশপাশি, ‘খাদান’ ছবির টিজার আসার পর দর্শক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। এছাড়াও রঘু ডাকাত ছবি নিয়েও শুরু হয়েছিল উন্মাদনা। ২০২১ সালে মুক্তি পেয়েছিল এই ছবির মোশন পোস্টার। তারপর থেকেই শুরু হয়েছিল এই ছবি নিয়ে জল্পনা।
সূত্রে খবর, নতুন বছরের পুজোতে এই ছবি আসার কথা। তবে এখনও শুটিং নিয়ে জল্পনার দরুণ এই প্রশ্নই চাগাড় দিচ্ছে যে পুজোতে আধোও কি এই ছবি দেখতে পাবে দর্শক?