Raktabeej 2 :২০২৩ এর বক্স অফিসে রীতিমত সাড়া ফেলেছিল নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘ রক্তবীজ’। ২০২৫ এর পুজোতে মুক্তি পাচ্ছে এই ছবির দ্বিতীয় পার্ট ‘রক্তবীজ ২’।
এই ছবিতে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী ছাড়াও দেখা যাবে অঙ্কুশ হাজরা এবং নুসরত জাহানকে। রক্তবীজ ছবিতে একটি বিশেষ চরিত্রে ছিলেন অঙ্কুশ। তবে এই ফ্র্যাঞ্ছাইজের নব সংযোজন হিসেবে যুক্ত হলেন নুসরত। এছাড়াও ছবিতে থাকছেন অনুসূয়া মজুমদার।
আজ থেকেই শুরু হলো ছবির শুটিং। ছবি মুক্তি পাচ্ছে পুজোতে। তবে সিনেপ্রেমীদের মনে এই ছবিকে ঘিরে এখন থেকেই শুরু হয়েছে উত্তেজনা। রক্তবীজ ছবির প্রেক্ষাপট মূলত ছিল খয়রাগড় বিস্ফোরণ কাণ্ডকে কেন্দ্র করে। এই ছবির গল্প সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। আর তা দেখতেই ছবির জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা।

আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী।

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।