গত ২৭ শে সেপ্টেম্বর প্রখ্যাত বলিউড অভিনেতা রণবীর কাপুরের জন্মদিনে তাকে নিয়ে গুঞ্জন উঠলো সিনেমা মহলে। কি সেই গুঞ্জন? জানুন বিস্তারিত।
কিছুদিন আগে বহুল চর্চিত ‘অ্যানিম্যাল’ ছবিতে শেষ দেখা গেছিলো রণবীর কে। সেখানে দর্শকের বেশ নজর কাড়ে তাঁর অভিনয়। এরপর তার পরবর্তী সিনেমা ‘রামায়ণ’ আসার কথা। এরই মাঝে উঠে এলো আরও এক তথ্য।
সূত্রের খবর, ধুম ৪ এ মুখ্য ভূমিকায় থাকতে পারেন রণবীর। তবে এই খবরের কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। এছাড়াও, ধুম ফ্র্যাঞ্ছাইজ থেকে বাদ পড়তে পারেন অভিনেতা অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া, এমনটাও শোনা গেছে। এ নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
এর আগে ধুমের বিভিন্ন ফ্রাঞ্ছাইজে দেখা গেছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানকে। এবার কি তবে সেই দলে দেখা যাবে রণবীর কাপুরের নাম? সেই প্রশ্নই এখন ঘুরছে সিনেমা মহলে।