আগামী ২রা অক্টোবর একাডেমী অফ ফাইন আর্টসে দিনভর নানা নাটক নিয়ে ৫৬ তম জন্মদিন পালন করবে রঙরুপ। দুপুর ৩ টে নাগাদ থাকছে দুটি নাটক: নান্দীপাটের ‘উল্কি’ ও রঙরুপের ‘জন্মদিন মৃত্যুদিন’। ‘উল্কি’ পরিচালনার দায়িত্বে বিমল চক্রবর্তী। ‘জন্মদিন মৃত্যুদিন’ পরিচালনা ও সম্পাদনার দায়িত্বে সীমা মুখোপাধ্যায়। নাটক দুটির আনুমানিক সময়সীমা আড়াই ঘন্টা। সন্ধে ৬:৪৫ থেকে থাকবে, রঙরুপের জনপ্রিয় প্রযোজনা ‘স্পেয়ারপার্টস’। স্বপ্নময় চক্রবর্তী রচিত, সীমা মুখোপাধ্যায় পরিচালিত এই নাটকের আনুমানিক সময়সীমা পৌনে দুঘন্টা। ‘স্পেয়ারপার্টস’ এর টিকিটের দাম ২০০ ও ৩০০ টাকা। দুপুরের শোয়ের টিকিটের মূল্য ১০০ ও ২০০ টাকা।