বেশ কিছুদিন আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। স্বভাবতই তারপর থেকে বহু শুভেচ্ছাবার্তা পেয়েছেন দীপিকা এবং তার স্বামী অভিনেতা রনবীর সিং। তবে মেয়ের নাম কি রেখেছেন, তা জনসমক্ষে অনেকদিন যাবদ আনেননি তারা। তবে এবার আনলেন।
তারকা দম্পতি তাদের মেয়ের নাম রেখেছেন ‘দুয়া’। অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন তারা। কন্যাসন্তান যেহেতু আশীর্বাদের সমান, তাই ‘দুয়া’ নাম রাখলেন তারা।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিঙ্ঘম এগেন’ ছবিতে দেখা গেছে এই তারকা দম্পতিকে। তারই মাঝে এই খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন তারা।