Rappa roy o full stop dot com:বাংলা কমিক্স জগতে খুব পরিচিত এক নাম ‘রাপ্পা রায়’। এবার বড়পর্দায় আসছে কাহিনীকার সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট এই চরিত্র। রাপ্পার চরিত্রে এখানে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ধীমান বর্মণ। ছবিটির নাম রাখা হয়েছে রাপ্পা রায় ফুলস্টপ ডট কম। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পোস্টার।
ছবিতে সৌম্য ছাড়াও থাকছেন একাধিক তারকারা। যার মধ্যে রয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাস, অলিভিয়া সরকার। এছাড়াও ছবিতে থাকছেন দেবাশিস মণ্ডল, শান্তিলাল মুখোপাধ্যায় সহ আরও অন্যান্যরা। সূত্রে খবর, ছবিতে রাপ্পার বাবার ভূমিকায় দেখা যাবে শান্তিলালকে। অন্যদিকে, অভিনেত্রী ডলফিনের চরিত্রে দেখা যাবে অলিভিয়া সরকার কে।
নজরে অভিষেকের অভিনয়,কেমন হলো ‘I want to talk’?
নতুন বছরে মুক্তি পাচ্ছে এই ছবি। অন্তত তেমনটাই জানিয়েছেন নির্মাতারা। কমিক্সের দুনিয়ায় রাপ্পা রায় জনপ্রিয় সে তো আমাদের সকলের জানা। এখন বড়পর্দায় তাকে দেখতে মুখিয়ে আছে দর্শকরা।

ছবির পোস্টার।