১ লা অক্টোবর, শ্রীরামপুরে দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ নিয়ে হাজির ‘ভূতের রাজা দিল বর’। শ্রীরামপুরে উদ্বোধন হল এই রেস্তোরার ১২তম আউটলেটের। কর্ণধার রাজীব পাল জানিয়েছেন এই আউটলেটটি নিয়ে তিনি বিশেষভাবে আশাবাদী। তাঁর মতে, এই এলাকায় বহুদিন ধরে রেস্তোরার চাহিদা রয়েছে। চাহিদা পুরণের জন্য হাজির ভূতের রাজা দিল বর।

পোস্ত’র উদ্বোধন
৪ ঠা অক্টোবর, আসানসোল: দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ নিয়ে হাজির ‘পোস্ত’।এদিন পাটুলি, গড়িয়ার পর আসানসোলে উদ্বোধন হল এই রেস্তোরার ৩ নং আউটলেট। এই পোস্ত রাজবাড়িতে থাকছে আধুনিক খাবারের সম্ভার।কর্ণধার রাজীব পাল জানিয়েছেন পুজোর আগে ‘ভূতের রাজা দিল বর’ -এর পাশাপাশি এই আউটলেট নিয়েও তিনি বিশেষ ভাবে আশাবাদী।