Saif Ali Khan: রাতেই শুরু হল হামলা। যে সে জায়গায় নয়, খোদ অভিনেতার বাড়িতেই। পাশপাশি গুরুতর আহত হয়েছেন অভিনেতা সইফ আলি খান। সূত্রে খবর, কোন এক আততায়ী বাড়িতে ঢুকেই এলোপাথাড়ি ছুরি চালায় সইফের ওপর। গুরুতর আহত হয়েছেন সইফ। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি বিজ্ঞপ্তিও। যাতে বলা হয়েছে “ সইফ আলি খানের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে। সইফকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রেস এবং ফ্যানেদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এটা পুলিশ জনিত ব্যাপার। আমরা যথা সময়ে আপনাদের সব জানাব।”
আরও পড়ুন- Upcoming Series ‘Puropuri Eken’:প্রকাশ্যে ট্রেলার, হইচইয়ে আসছে ‘পুরোপুরি একেন’
Itsmajja Bangla অভিনেতা সইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করে।
