অ্যানিম্যাল- এর পর আবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় আসতে চলেছে ‘স্পিরিট’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় থাকবেন তেলেগু সুপারস্টার প্রভাস। বেশ কিছু দিন আগেই একটি পোস্টারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছিলো সেই কথা। সূত্রের খবর,একজন সৎ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে প্রভাস কে।

সিনেমা মহলে কানাঘুষো শোনা যাচ্ছে,প্রভাস ছাড়াও এই ছবিতে দেখা যেতে পারে তারকা দম্পতি সাইফ আলি খান এবং করিনা কাপুর খানকেও। ছবিতে তারা থাকতে পারেন খল চরিত্র হিসেবে। এর আগে এজেন্ট বিনোদ,ওমকারা,কুরবান ইত্যাদি ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই তারকা দম্পতি। তবে এই ছবিতে তাদের থাকার ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
গত বছরেই মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল। রণবীর কাপুর, ববি দেওলের নজর কাড়া পারফরম্যান্সের পরও অনেক সমালোচনা হয়েছিল সেই ছবিকে নিয়ে। তারই মধ্যে প্রায় ৯০০ কোটির ব্যাবসা করেছিল অ্যানিম্যাল। তার পরবর্তী এই ছবি কতোটা দর্শকের মন কাড়ে, সেটাই দেখার।