Saiyaara: এক গায়কের জীবনে এক নারী এসে কিভাবে পাল্টে দেয় সবকিছু? সে প্রেম কথাটা গভীর? তার উত্তর দেবে নতুন ছবি সাইয়ারা।
নতুন এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আহান পান্ডে এবং আনিত পাড্ডা। পাশাপাশি এই ছবি পরিচালনা করেছেন মোহিত সুরি। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে Yash Raj Films।
আরও পড়ুন – Panchayat Season 5 Coming Soon : অপেক্ষার অবসান, আসছে পঞ্চায়েত সিজন ৫
সম্প্রতি মুক্তি পেল ছবি ট্রেলার। সবচেয়ে আগে এই ট্রেলার যে কারণে নজর করবে তা হলো গান। বেশ কিছু অংশ দেখে ভালো হবে আন্দাজ করা যায় যে ছবির গান খুব ভালো হতে চলেছে। মিথুন থেকে শুরু করে ভিশাল মিশ্রার মত গায়কেরা থাকছেন এই ছবির সংগীত পরিচালনা।
আগামী ১৮ জুলাই মুক্তি পাচ্ছে এই নতুন ছবি সাইয়ারা। তাহলে দেরি কেন? এখনই নিচের লিংকে ক্লিক করে দেখে নিন এই ছবি ট্রেলার। আর দেখে জানান কেমন লাগলো। এর পাশাপাশি বিনোদনের নানা ধরনের তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন itsmajjaBangla ।