রাধিকা রাও ও বিনয় সাপ্রু পরিচালিত ‘সনম তেরী কসম’ (২০১৬) আজও সমান জনপ্রিয়। অধুনা সময়ে রি-রিলিজের ঢেউয়ে আবার সিনেমা হলে, অক্টোবর মাসে দেখা যাবে এই ছবি। সনম তেরী কসম সিকুয়েলে নায়কের চরিত্রে থাকছেন হর্ষবর্ধন রাণে। তবে নতুন ছবির পরিচালনায় থাকছেন না রাধিকা রাও বা বিনয় সাপ্রু। তারা দুজনেই ব্যস্ত, ‘জনম তেরী কসম’ ছবির কাজে। সে ছবিতে হিমেশ রেশমিয়া কে দেখতে পাবে দর্শক।
‘সনম তেরী কসম’ এর পর হর্ষবর্ধন রাণে ‘পল্টন’ (২০১৮), ‘তাইস’ (২০২০), ‘তারা ভার্সেস বিলাল’ (২০২২), ‘ডাঙ্গে’ (২০২৪) র মতো একাধিক হিন্দী ছবিতে অভিনয় করেছেন। তবে জনপ্রিয়তার খাতিরে ‘হাসিনা দিলরুবা’ (২০২১) ছাড়া কোনো ছবিই ‘সনম তেরী কসম’ কে ছুতে পারেনি। ‘হাসিনা দিলরুবা’ তে তিনি, তাপসী পান্নু ও ভিক্রান্ত মাসির সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন।
১০ই সেপ্টেম্বর, সোহম রকস্টার এন্টারটেইনমেন্ট তাদের ইন্সট্রাগ্রাম পেজে, ছবির প্রডিউসার দীপক মুকুট ও হর্ষবর্ধন রাণের ছবি পোষ্ট করে নতুন ছবির ঘোষণা করেন। হর্ষবর্ধন রাণে সিকুয়েল নিয়ে খুবই উৎসাহী। তিনি জানিয়েছেন, দীপক মুকুট স্যারের ইউনিভার্সে থাকতে পেরে তিনি নিজেকে আশীর্বাদ ধন্য মনে করছেন।