Shotyi bole Shotyi kichhu nei:বছর শেষে বড় চমক দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পোস্টার মুক্তির ঠিক পরপরই মুক্তি পেলো তার পরবর্তী ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে সেই টিজার।
পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের ‘এক রুকা হুয়া ফয়সালা’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি বানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে দেখানো হয় ১২ জন জুরি কে। যাদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে একজন দোষীর শাস্তি। তারপর ঘটনা ঠিক কোন দিকে মোড় নেয়, তাই নিয়েই এই ছবির গল্প। ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র। এছাড়াও থাকছেন অনির্বাণ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক কর, সুহোত্র মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, নুর ইসলাম , কৌশিক সেন। টিজার মুক্তির পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।
আরও পড়ুন- Khadaan Review:মাস অবতারে অবতীর্ণ দেব,দোসর যীশু,কেমন হলো ‘খাদান’?
নতুন বছরে ২৩ শে জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিতে যে বিশাল কাস্ট, তা আর বলার অপেক্ষা রাখে না। আশা করা যায়, বক্স অফিসে এই ছবি বেশ ভালো সাফল্যই আনতে সক্ষম হবে।