কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এবার এলো ছবির নতুন গান ‘জয় বজরংবালী’। একাধিক গায়ক-গায়িকা গেয়েছেন এই গান। যার মধ্যে রয়েছেন অরুণ কাউন্দিনিয়া, শ্রী সাই চরণ সহ আরও অনেকে। গানটি লিখেছেন স্বানন্দ কিরকিরে। সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস।
ইতিমধ্যেই প্রচুর দর্শকের নজর কেড়েছে এই গান। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অজয় দেবগন,করিনা কাপুর খান। পাশাপাশি ছবিতে রয়েছেন অর্জুন কাপুর,টাইগার শ্রফ,দীপিকা পাডুকোন। এছাড়াও ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার,রণবীর সিং,জ্যাকি শ্রফকেও।
আগামী দীপাবলিতে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির এই কপ ইউনিভার্স। ট্রেলার,গান ইতিমধ্যেই দর্শকমহলে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। হলের পর্দাতেও যে সেই উন্মাদনা থাকবে,এ কথা এখন জোর দিয়েই বলা যায়।