সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেত্তির নতুন ছবি ‘সিঙ্ঘম এগেন’। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অজয় দেবগণ, করিনা কাপুর। পাশপাশি রয়েছেন অর্জুন কাপুর, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, দীপিকা পাডুকোন,রনবীর সিং,অক্ষয়কুমার সহ আরও অনেকে।
এ ছবির মূল প্রেক্ষপটের সঙ্গে সাদৃশ্য রয়েছে রামায়ণের। একটি ঘটনার জেরে করিনা কাপুরের চরিত্রকে অপহরণ করবে অর্জুন কাপুরের চরিত্র। তারপর কীভাবে বাজিরাও অর্থাৎ অজয় দেবগণ নিজের স্ত্রীকে বাঁচাবে, তাই নিয়েই সিঙ্ঘম এগেনের গল্প।
গল্পতে ইতিবাচক দিকের থেকে নেতিবাচক দিকেই পাল্লা ভারী। সত্যি কথা বলতে, অ্যাকশান প্যাকড ছবি তৈরি করতে গিয়ে চিত্রনাট্য ভীষণই দুর্বল করে ফেলেছেন নির্মাতারা। ছবিতে অভিনয়ের কথা বললে অর্জুন কাপুর এবং রনবীর সিং, এই দুজনেই ছবিকে কিছুটা এগিয়ে নিয়ে গেছে। এছাড়া বাকি অভিনেতা- অভিনেত্রীরা যে পর্দায় বিশাল কিছু ম্যাজিক দেখিয়েছেন, এমনটাও নয়। পাশপাশি, ছবির কিছু অ্যাকশান দৃশ্য যেমন ভালো, অন্যদিকে কিছু দৃশ্য ততোধিক খারাপ।
ছবিতে গান যে খুব বেশি আছে তাও নয়। ছবিতে বিজিএমের দায়িত্বে রয়েছেন রাভি বাসরুর এবং গানগুলির দায়িত্বে রাভি বাসুরুরের পাশপাশি রয়েছেন থামান এস। ছবির শুরুতে টাইটেল ট্র্যাকটি শুনতে ভালো লাগে। এছাড়াও ‘ ‘জয় বজরংবালী’ গানটিও মোটের ওপর বেশ ভালোই। আপনি যদি অ্যাকশান ধর্মী ছবির ভক্ত হন, তাহলে বড়পর্দায় দেখতে পারেন এই ছবি।
রেটিং – ৫/১০।