পরিচালক রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ ফ্রাঞ্ছাইজের কথা তো প্রায় সমস্ত সিনেমাপ্রেমীরই জানা। এবার প্রকাশ্যে এলো সেই ফ্রাঞ্ছাইজের নতুন সংযোজন ‘সিংঘম এগেন’য়ের ট্রেলার। তবে এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো এই ট্রেলারের দৈর্ঘ্য প্রায় ৫ মিনিট। যদিও এর নেপথ্যে আছে এই ছবির কাস্ট। এবার সব ফ্রাঞ্ছাইজের চরিত্রদের দেখা যাবে এই ছবিতে। মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন এবং করিনা কাপুরকে।পাশাপাশি খল চরিত্রে থাকছেন অর্জুন কাপুর।একটি বিশেষ ভূমিকায় থাকছেন জ্যাকি শ্রফ। থাকছেন জ্যাকি-পুত্র টাইগার শ্রফও। কপ ইউনিভার্স হওয়ার দরুণ ছবিতে থাকছেন অক্ষয় কুমার এবং রণবীর সিংও।
এই ছবির প্রতিটি চরিত্রকে রামায়ণের একেকটি চরিত্র হিসেবে পর্দায় ফুটিয়েছেন পরিচালক । অর্থাৎ এই ছবির চরিত্র গুলির সঙ্গে রাম, সীতা, রাবণ, লক্ষণ, হনুমান, গরুড়ের সাদৃশ্য দেখা যাবে । ট্রেলার বেরোনোর পর ইতিমধ্যেই দর্শকমহলে উচ্ছাস। এক ছবিতে একাধিক তারকার সমাহার শুধুমাত্র বক্স অফিস সাফল্য নয়, সিনেমা হলেও যে তার বাঁধভাঙ্গা উচ্ছাস দেখা যাবে,এই বিষয়ে সন্দেহ নেই।
আগামী ১ লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘সিংঘম এগেন’। সিনেমাহলে এই ছবি নিয়ে চরম উন্মাদনা দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর আগে এই ফ্র্যাঞ্ছাইজের প্রতিটি ছবিই প্রায় বক্স অফিস সাফল্য দিয়েছে। এই ছবির ক্ষেত্রেও তার অন্যথা হবে না এমনটাই আশা করা যায়।