‘ Bishhori’:জনপ্রিয় ওটিটি অ্যাপ হইচইতে আসছে নতুন সিরিজ ‘বিষহরি’। মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী।
এই সিরিজে সোলাঙ্কি ছাড়াও থাকছেন অভিনেতা কৌশিক রায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজের একটি পোস্টার। যেখানে সোলাঙ্কির পাশেই দেখা যাচ্ছে এক দেবীর মূর্তি। মূলত মাইথোলজিক্যাল থ্রিলার হতে পারে এই ওয়েব সিরিজ। ইতিমধ্যেই সিনেপ্রেমীদের নজর কেড়েছে এই পোস্টার।
আগামী ১৪ ই ফেব্রুয়ারি হইচইতে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ ‘বিষহরি’। এই নতুন সিরিজ দর্শকমহলে কতোটা জনপ্রিয় হয়ে ওঠে,সেটাই দেখার।
