Itsmajjamusicbangla: কাছের মানুষ ছেড়ে চলে যাওয়ার পরও থেকে যায় ভালোবাসা। তারই যেন গল্প বলে নতুন গান ‘জাতিস্মরে’। Itsmajjamusicbangla র পরবর্তী গান ‘জাতিস্মরে’। লঞ্চে উপস্থিত ছিলেন ঐশ্বর্য সেন, বুদ্ধা এম, ঋষভ বসু, সাক্ষী সাহা,সম্রাট শর্মা
গানটি গেয়েছেন ঐশ্বর্য সেন এবং বুদ্ধা এম। গানটির ক্রিয়েটিভ হেড হিসেবে কাজ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। প্রজেক্ট হেড হিসেবে কাজ করেছেন অনন্ত শ্রীবাস্তব। পরিচালনা করেছেন সম্রাট শর্মা। গানটিতে অভিনয় করেছেন ঋষভ বসু এবং সাক্ষী সাহা।
তাহলে আর দেরী হয়, এখনই নীচের লিঙ্কে ক্লিক করে শুনে নিন নতুন গান ‘জাতিস্মরে’। আর আজই সাবস্ক্রাইব করুন Itsmajjamusicbangla। এর পাশাপাশি বিনোদন এবং বিভিন্ন সাংস্কৃতিক তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন Itsmajjabangla।