জনপ্রিয় টিভি চ্যানেল সান বাংলায় আসছে নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। মূলত মহিলাদের নিয়েই হবে এই শো। শো টির সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। শোনা যাচ্ছে, বহু প্রতিযোগী নিয়ে শুরু হবে এই শো।
সূত্রে খবর, এই শোতে খেলা হবে চারটি পর্যায়ে। প্রত্যেক পর্যায়ের শেষে দেওয়া হবে পুরস্কার। তবে শেষ পর্যন্ত যিনি লড়াইয়ের ময়দানে টিকে থাকবেন, তিনিই পাবেন এই পুরস্কার। মহিলাদের স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়েই শুরু হচ্ছে এই শো।
এই শো নিয়ে সঞ্চালিকার দায়িত্ব নেওয়ার পর যথেষ্ট উত্তেজিত সুদীপ্তা। তার মতে, এই ধরণের শো সঞ্চালনা করতে যথেষ্ট আনন্দ পান তিনি। এখন এটাই দেখার যে এই শো দর্শকমহলে কতোটা জনপ্রিয় হয়।