‘গাদার ২’ য়ের পর আবারও বড় পর্দায় ফিরছেন সুপারস্টার সানি দেওল। তার নতুন ছবির নাম ‘যাট’। ছবিটি পরিচালনা করছেন গোপীচাঁদ মালিনেনি। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ম্যইথ্রি মুভি মেকারস এবং পিপিল মিডিয়া ফ্যাক্টরি। ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন থামান এস।
Introducing the man with national permit for MASSIVE ACTION 💥💥@iamsunnydeol in & as #JAAT ❤️🔥#SDGM is #JAAT 🔥
— Sunny Deol (@iamsunnydeol) October 19, 2024
MASS FEAST LOADING!@megopichand @MythriOfficial & @peoplemediafcy@RandeepHooda @vineetkumar_s @ReginaCassandra #SaiyamiKher @MusicThaman @RishiPunjabi5 @artkolla pic.twitter.com/QZSC3n23CX
পুরোপুরি অ্যাকশান-প্যাকড ছবি হতে চলেছে এই ‘যাট’। ছবিতে সানি দেওল ছাড়াও দেখা যাবে রণদীপ হুডা, সাইয়ামি খের, রেজিনা কাসান্দ্রা, ভিনিত কুমার সিং সহ আরও অনেককে।
গাদার ২ তে অভিনয়ের জন্য ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা পেয়েছেন সানি দেওল। ছবিটি বক্স অফিসেও বেশ ভালোই সাড়া ফেলেছিল। তবে তার এই নতুন ছবি কতোটা দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠে, সেটাই দেখার।