ছোটপর্দার জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্তকে শেষবার দেখা গিয়েছিল ‘তোমার খোলা হাওয়’ ধারাবাহিকে, তবে সেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে না পারায় অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়। কিন্তু স্বস্তিকা তাঁর কাজের গতিপথ বদলে আবারও ফিরছেন ছোটপর্দায়। স্বস্তিকাকে এবার দেখা যাবে হিন্দি ধারাবাহিকে, যেখানে তাঁর সঙ্গে থাকছেন ঋত্বিকা সেন। এই হিন্দী ধারাবাহিকের শ্যুটিং হবে কলকাতাতে, তবে এ বিষয়ে স্বস্তিকা এখনই বিশেষ কিছু জানাতে নারাজ। অভিনেত্রী ইতিমধ্যেই একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন এবং হাতে আছে একাধিক চলচ্চিত্রের কাজ।
অন্যদিকে, বলিউডে স্বস্তিকার আরও একটি বড় প্রজেক্ট আসছে। পরিচালক প্রতিম ডি গুপ্তের আসন্ন ছবি ‘চালচিত্র’-তে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা শান্তনু মহেশ্বরীর বিপরীতে অভিনয় করবেন। ছোটবেলায় শান্তনুর সিরিয়াল দেখতেন স্বস্তিকা, তাই তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি খুবই উচ্ছ্বসিত, ছবিটির শুটিং এখনও শুরু হয়নি।
এইসব কাজের মাঝেও স্বস্তিকা ব্যস্ত আছেন তাঁর ব্যক্তিগত জীবনের বিশেষ পরিকল্পনা নিয়ে। বহুদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল নিজের বাড়িতে দুর্গাপুজো করবেন, যা এতদিন হয়ে ওঠেনি। এবার তিনি তাঁর ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে দুর্গাপুজোর আয়োজন করছেন। স্বস্তিকা ইতিমধ্যেই ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘অভিমান’, ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘ফাটাফাটি’-র মতো জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন।