‘Talmar Romeo Juliet’ Series Review:কিছুদিন আগেই ওটিটি অ্যাপ হইচইয়ে মুক্তি পেয়েছে নতুন সিরিজ তালমার রোমিও জুলিয়েট। সিরিজটি পরিচালনা করেছেন অর্পণ গড়াই। সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। চিত্রনাট্য লিখেছেন দূর্বার শর্মা। মুখ্য ভূমিকায় রয়েছেন হিয়া রায় এবং দেবদত্ত রাহা। এছাড়াও সিরিজে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, উজান চ্যাটার্জি, অনুজয় চ্যাটার্জি সহ আরও অনেকে।
সিরিজে প্রত্যেকের অভিনয় প্রশংসনীয়। বিশেষ করে অনুজয় এবং অনির্বাণের অভিনয়ের কথা না বললেই নয়। পাশাপাশি নবাগত-নবাগতা হিসেবে হিয়া এবং দেবদত্ত যথাযথ। এছাড়াও বাকিদের অভিনয় বেশ ভালো।
সিরিজের চিত্রনাট্য মোটের ওপর বেশ ভালো । মূলত উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট‘ এর অবলম্বনেই তৈরি হয়েছে এ সিরিজের চিত্রনাট্য। তবে কিছু দৃশ্যের সংলাপ আরও ভালো হলে বেশ ভালো হত।
সিরিজের নেতিবাচক দিক খুব বেশি নেই বললেই চলে,তবে সিরিজটি আরেকটু বড় হলে বেশি ভালো হত। এছাড়াও ছোট খাট কিছু ত্রুটি কে সরিয়ে রাখলে এই সিরিজটি বেশ ভালো। তাহলে আর দেরী কেন? এখনই দেখে নিন হইচইয়ের এই নতুন সিরিজ।
রেটিং – ৬.৫/১০