কিংবদন্তি পরিচালক এবং লেখক সত্যজিৎ রায়ের কালজয়ী চরিত্র এবার ওটিটির পর্দায়। জনপ্রিয় অ্যাপ ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছে নতুন ছবি ‘দা স্টোরিটেলার’। জিও স্টুডিওর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অনন্ত নারায়ণ মাহাদেবন।
মূলত সত্যজিৎ রায়ের ‘ গল্প বলিয়ে তারিণী খুড়ো’ কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ছবির প্রেক্ষাপট। তারিণীখুড়োর চরিত্রে এখানে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। পাশাপাশি ছবিতে রয়েছেন আদিল হুসেন,রেভাথি, রোহিত মুখোপাধ্যায়, অনিন্দিতা বোস আরও অন্যান্যরা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন। ছবিটির শুটিং হয়েছে কলকাতাতেই।
গত ২৮ শে জানুয়ারি মুক্তি পেয়েছে এই নতুন ছবি ‘দা স্টোরিটেলার’। আর বেশি দেরী করে এখনই দেখে নিন ‘দা স্টোরিটেলার’।