একদিকে অভিনেতা দেব এবং অন্যদিকে প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জী। এই কম্বিনেশন যে বক্স অফিস সাফল্য এনে দিতে পারে তা আগেই থেকেই জানে দর্শক মহল। কেমন হলো তাদের নতুন ছবি ‘টেক্কা’? জানুন বিস্তারিত।
কর্মক্ষেত্রে ঝামেলা করার কারণে চাকরি চলে যায় ইকলাখের। মাথা ঠিক না রাখতে পেরে সে অপহরণ করে স্কুল ফেরত একটি বাচ্চা মেয়েকে।তার পর থেকে ঘটনা কোন খাতে বয়, তারই গল্প বলে ‘টেক্কা’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে প্রমূখ।
ইকলাখের চরিত্র কে ফুটিয়ে তুলতে দেব যে তার সর্বস্ব দিয়ে অভিনয় করেছেন, তা সিনেমা পর্দায় সত্যিই বোঝা যাচ্ছে। হিরোইজমের ছিটে ফোটাও দেখা যায়নি তার মধ্যে। অন্যদিকে, পুলিশের চরিত্রের রুক্মিনী বেশ প্রশংসনীয়। একথা বাজি রেখে বলা যায়, এরম ধরনের চরিত্রে তাকে এর আগে দেখা যায়নি।
পাশাপাশি, স্বস্তিকা মুখোপাধ্যায় যে টেক্কার অন্যতম আকর্ষণ, তা তিনি অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন। তবে, ছবিতে শেষ বেলায় নজর কেড়েছেন পরান বন্দ্যোপাধ্যায়। এই পরান বন্দ্যোপাধ্যায়কে বড়ো পর্দায় দেখলে দর্শকমহলের অনেকাংশই হকচকিয়ে যাবেন। একজনের কথা না বললেই নয়, তিনি হলেন লোকনাথ দে। তার চরিত্র যে দর্শককে আনন্দ দেবে, এ কথা হরফ করে বলা যায়। পাশাপাশি, বৃষ্টি এবং টিনটিনের চরিত্রে আরিয়ান এবং সৃজা যথাযথ। তবে রুক্মিণীর স্বামীর চরিত্রে টোটা রায় চৌধুরীর স্ক্রিন টাইম আরো বেশিক্ষণ থাকলে ভালো হতো।
ছবির গানও বেশ ভালো। বিশেষ করে ছবির শুরুতে কবীর সুমনের গানটি ছবিকে এক আলাদা মাত্রায় নিয়ে যায়। এছাড়াও অনুপম রায়ের ‘তোমায় ছেড়ে যেতে পারলাম কই’ এবং তিমির বিশ্বাসের ‘তাসের দেশে’ গানগুলিও বেশ ভালো।
সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কোনও চমক থাকবে না, তা কখনও হয়? এটুকু বলা যেতে পারে, এই চমকে সত্যিই দর্শককে বসিয়ে রাখবে। সবমিলিয়ে বলা যেতে পারে, দেব সৃজিতের রসায়ন এ বছরের পুজোয় সুপার ডুপার হিট।