পুজোর কথা মাথায় রেখেই মুক্তি পেল দেব অভিনীত নতুন ছবি টেক্কার ট্রেলার, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।
টিজারে যে রহস্যর আঁচ পাওয়া গেছিলো,ট্রেলারে যেন তা আরও বেশি ঘনীভূত হলো।পাশাপাশি নজর কাড়ল সবার অভিনয়েও। তবে মধ্যমণি যেন দেবই। দিনের পর দিন অভিনেতা হিসেবে তিনি যে নিজেকে ভাঙছেন এবং নতুন ভাবে গড়ছেন, তা যেন ট্রেলারে আরও সুস্পষ্ট। এছাড়াও অভিনেত্রী রুক্মিণীর কথা আলাদা করে বলতে হয়। তিনিও নিজেকে অন্যভাবে তুলে ধরছেন পর্দায়। অন্যদিকে একটি ভিন্ন চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পাশাপাশি পরাণ বন্দ্যোপাধ্যায় কে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। অন্যান্য ভূমিকায় থাকছেন টোটা চৌধুরী, সুজন নীল মুখোপাধ্যায়,অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।
আগামী ৮ই অক্টোবর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘টেক্কা’। পাশাপাশি মুক্তি পাচ্ছে নন্দিতা – শিবপ্রসাদ পরিচালিত ‘বহুরূপী’ এবং পথিকৃৎ বসু পরিচালিত মিঠুন চক্রবর্তী অভিনীত ‘শাস্ত্রী’। দেব- সৃজিত জুটির রসায়ন এবার ঠিক কতোটা ‘টেক্কা’ দিতে চলেছে বাকিদের,সেটাই দেখার পালা।