থিয়েটার দুনিয়ায় এক কালজয়ী নাটক সোফোক্লেশ এবং জা আনুইয়ের ‘আন্তিগোনে’। সেই নাটকের মহড়ায় পৌঁছে গিয়েছিল ‘Itsmajja Bangla’। দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন দেব শঙ্কর হালদার, তূর্ণা দাস, অভ্র মুখোপাধ্যায় সহ আরও অনেকে।
এই নাটকে রাজা ক্রেয়নের চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার। তার মতে নাটকটি মূলত গ্রিক পুরাণকে কেন্দ্র করে হলেও এই নাটকে এমন কিছু চিরকালীন কথা আছে, যা ভারতীয় সংস্কৃতির কথাও তুলে ধরছে। রাজা,রাজতন্ত্র, শাসনতন্ত্র,শোষণের মাঝে ব্যক্তিস্বাধীনতার কথা উঠে এই নাটকে।
অন্যদিকে, আন্তিগোনের চরিত্রে এখানে অভিনয় করেছেন অভিনেত্রী তূর্ণা দাস। তার মতে,আন্তিগোনে তার কাছে স্বপ্নের চরিত্র। পাশাপাশি তিনি এও বলেছেন যে আন্তিগোনে বাস্তব চরিত্র কিনা তা না জানা থাকলেও তার কাছে এই চরিত্র এক প্রতিবাদী স্বর।
আরও পড়ুন – Manoj Mitra’s ‘Narak Guljar”:’মঞ্চস্থ হলো মনোজ মিত্রর কালজয়ী নাটক ‘নরক গুলজার’
পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়ের অন্য নাটকের তুলনায় এই নাটকের ধারা কিছুটা হলেও আলাদা। মূলত নারীশক্তির অগ্রগতির কথা মাথায় রেখেই মঞ্চস্থ করা হয়েছে এই নাটক। বিস্তারিত সাক্ষাৎকার দেখতে ক্লিক করুন নীচের লিঙ্কে।