১) কোজাগরীর আরাধনায় অভিনেত্রী ঋতুপর্ণা
দুর্গাপুজোর রেশ কাটতেই চলে এলো লক্ষ্মী পুজো। প্রতি বছরের মতো এ বছরেও ধনদেবীর আরাধনা করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। লেক গার্ডেনসের বাড়িতেই অনাড়ম্বর ভাবেই পুজো সারলেন তিনি। পুরোপুরি ঘরোয়াভাবে লক্ষ্মী পুজো হল তার বাড়িতে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী সঞ্জয় চক্রবর্তীও।
অভিনেত্রী জানিয়েছেন, “এবারের লক্ষ্মী পুজোয় কোন ঘটা নেই। বাড়িতেই ফুল,বেলপাতা,ফল,মিষ্টি দিয়েই মায়ের আরাধনা করলাম। মায়ের কাছে প্রার্থনা করলাম,শান্তি দেওয়ার জন্য,সুরক্ষা দেওয়ার জন্য।সবাইকে জানাই লক্ষ্মীপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা। মা সবাইকে ভালো রাখুন।”
বাড়ির পুজো সেরেই ছেলে মেয়ের কাছে যাবার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী। সেখানেও লক্ষ্মীপুজো করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

মায়ের আরাধনায় অভিনেত্রী।

পরি বারের সঙ্গে অভিনেত্রী।
২)কোজাগরীর বন্দনায় অপরাজিতা আঢ্য
প্রতি বছরের মতো এ বছরও ধনদেবীর আরাধনা করলেন অভিনেত্রী অপরাজিত আঢ্য। তবে এ বছরের পুজো একেবারে ঘরোয়া রীতিতে আয়োজন করেছেন অপরাজিতা। এই বছরে কোনও রকম জাঁকজমক রাখতে চাননি তিনি।
পুজোর প্রস্তুতি প্রসঙ্গে অভিনেত্রী জানান “এ বছরের পুজো নিয়ে ওতটাও তাড়াহুড়ো নেই,কারণ এ বছরে সবকিছুই সীমিত।“ পাশপাশি অভিনেত্রী জানিয়েছেন, “সকলকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। সকলের চৈতন্য হোক।“
পুজোর সমস্ত আয়োজন নিজের হাতেই করলেন অপরাজিতা। প্রতিমার সামনে আঁকলেন আলপনাও। পাশপাশি দেবী বন্দনার গান ‘এসো মা লক্ষ্মী’ ও গাইলেন তিনি। সবমিলিয়ে বলা যায়, অনাড়ম্বরভাবে সমস্ত রীতি মেনেই কোজাগরীর আরাধনা করেন অভিনেত্রী।


৩)লক্ষ্মীর আরাধনায় অভিনেত্রী পল্লবী চ্যাটার্জী
প্রতিবারের মতো এবারেও কোজাগরীর আরাধনা করলেন অভিনেত্রী পল্লবী চ্যাটার্জী। বালিগঞ্জের বাড়িতেই পুজোর আয়োজন করলেন তিনি। কেমন ছিল এই পুজোর প্রস্তুতি? তা জানতেই পৌঁছে গেল ‘Itsmajja Bangla’ র টিম।
সকাল থেকেই প্রবল ব্যস্ততার মধ্যে ছিলেন অভিনেত্রী। পাশাপাশি উপস্থিত ছিলেন টলিপাড়ার বহু কলাকুশলী। নিজের ফ্ল্যাটেই ছোট করেই প্রতিবার পুজোর আয়োজন করলেন তিনি।
অভিনেত্রী জানালেন লক্ষ্মীপুজো নিয়ে তার ছোটবেলার স্মৃতি। সেই সময়ে প্রায় ৫ দিন ধরে হত লক্ষ্মী পুজো। পাশাপাশি হত বহু আত্মীয়ের সমাগম। বাড়িতে বসত টলিপাড়ার আড্ডাও। এছাড়াও বাড়িতে বসত ভিয়েন।
অভিনেত্রী জানালেন, “মায়ের কাছে শান্তি প্রার্থনা করলাম। শারীরিক সুস্থতার জন্যও প্রার্থনা করলাম। দুটোই আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।“
অভিনেত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক কলাকুশলী। উপস্থিত ছিলেন মনামী ঘোষ, মানালি দে,বিশ্বনাথ বসু,শঙ্কর চক্রবর্তী প্রমুখ।

অভিনেত্রীর বাড়ির লক্ষ্মীপুজো।

অভিনেত্রীর বাড়িতে টলি পাড়ার কলাকুশলীরা।
৪)উত্তম কুমারের বাড়ির লক্ষী পুজো
প্রতি বছরের মতো এবছরও ধনদেবীর আরাধনা করলেন উত্তমকুমারের পরিবারবর্গ। itsmajja bangla’র টিম পৌঁছে গিয়েছিল ওনাদের ভবানীপুরের বাড়িতে। পরিবারের সাথে পুজো করলেন উত্তমকুমারের নাতি গৌরব চ্যাটার্জি। ব্যস্ত কর্মজীবনের মাঝে নিষ্ঠা ভরে পুজো করলেন অভিনেতা ও তার পরিবার। পুজোতে উপস্থিত ছিলেন ওনার স্ত্রী দেবলীনা কুমার সহ পরিবারের অন্যান্য সদস্যরা। শুধুমাত্র পরিবারের নানান সদস্যই নয় উপস্থিত হয়েছিলেন রজত গাঙ্গুলী, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ, শুভ্রজিৎ দত্ত, বাসবদত্তা চ্যাটার্জি সহ আরো অনেক পরিচিত মুখ। গৌরব চ্যাটার্জি ‘itsmajja bangla’র টিম কে জানালেন তাদের বাড়ির পুজোর যোগাড় পরিবারের সব সদস্যরা মিলেই করেন, ২০০৬ থেকে উনি নিজে হাতে পুজো করছেন।

উত্তম কুমারের বাড়ির লক্ষী পুজো
৫)সপরিবারে কোজাগরীর আরাধনায় ঈশান মজুমদার
প্রতি বছরের মতো এবছরও ধনদেবীর আরাধনা করলেন অভিনেতা তথা গায়ক ঈশান মজুমদার। itsmajja bangla’র টিম গিয়েছিল ওনার বিজয়গড়ের বাড়িতে। পরিবারের সাথে পুজো সারলেন ঈশান।
ব্যস্ত কর্মজীবনের মাঝে নিষ্ঠা ভরে পুজো করলেন এই অভিনেতা ও তার পরিবার। পুজোতে উপস্থিত ছিলেন ঈশানের মা নন্দীতা মজুমদার। সঙ্গে ছিলেন স্ত্রী শিল্পা নাগোজি সহ পরিবারের অন্যান্য সদস্যরা। লক্ষ্মীর পাঁচালী পাঠ করেন ঈশানের মা। ঈশান ‘tsmajja bangla’র টিম কে জানালেন তাদের বাড়িতে বছরে তিনবার লক্ষী পুজো হয়।

মায়ের আরাধনায় ঈশান।
বিনোদন জগতের নানা আপডেট পেতে আজই চোখ রাখুন Itsmajja Bangla তে।ফলো করুন ফেসবুক এবং ইন্সটাগ্রাম এবং ইউটিউবেও।