Bansara:গহন বনের মধ্যে ডাইনির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসী। ভয়ঙ্কর এই ডাইনির হাত থেকে বানসারা গ্রামকে কি বাঁচাতে পারবেন কাপালিক ‘বড়মা’? নাকি সেখানেও রহস্যের ঘনঘটা?
আসছে নতুন মাইথলজিক্যাল থ্রিলার ‘বানসারা’। সম্প্রতি শেষ হলো ছবির শুটিং। ছবিটি পরিচালনা করেছেন আতিউল ইসলাম।ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য এবং বনি সেনগুপ্ত । পাশাপাশি ছবিতে থাকছেন বিশ্বরূপ বিশ্বাস এবং মুন সরকার সহ অন্যান্যরা। একজন দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বনিকে। অন্যদিকে একটি বিশেষ চরিত্রে রয়েছেন অপরাজিতা।
আরও পড়ুন- Maddock fims line-up:ম্যাডক ফিল্মসের নতুন চমক!
কিছু মাস আগেই বেরিয়েছে ছবির পোস্টার। এবার প্রকাশ্যে এলো ছবির চরিত্রদের ফার্স্ট লুক। এই বছরের পুজোতে মুক্তি পাবে ‘বানসারা’। ফতেমা ছবির পর পরিচালকের এই নতুন ছবি কেমন জনপ্রিয়তা পায় দর্শক মহলে, সেটাই এখন দেখার।

ছবির চরিত্রদের লুক।