Bhanupriya Bhooter Hotel :Windows production এর নাম কার না জানা? একের পর এক বক্স অফিস সাফল্য আনতে সক্ষম হয়েছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই প্রযোজনা সংস্থা। ২০২৩ এর পুজোতে তাদের বহুরূপী ছবিটি বক্স অফিসে রীতিমত সাড়া ফেলে। সম্প্রতি প্রেক্ষাগৃহে ১০০ দিন সম্পূর্ণ করেছে এই ছবি। এরই সঙ্গে নতুন ছবি ‘আমার বস’ ছবির ঘোষণা করেছেন তারা। এরই মধ্যে আরেকটি ছবি ঘোষণা করলেন তারা। এই নতুন ছবির নাম ভানুপ্রিয়া ভূতের হোটেল।
এই ছবিটি পরিচালনা করছেন অরিত্র মুখোপাধ্যায়। পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন এবং গোধূলি শর্মা। মূলত হরর কমেডি জনরের ছবি হতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। ছবিতে মুখ্য ভূমিকায় কারা থাকছেন সেই সমন্ধে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন- Aksay Kumar as Shiv:দেবাদিদেব মহাদেবের অবতারে ‘অক্ষয় কুমার’, আসছে নতুন ছবি ‘কানাপ্পা
শোনা যাচ্ছে , এই বছরের বড়দিনে মুক্তি পাবে এই ছবি। ছবি নিয়ে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। আশা করা যায়, এই ছবিও বক্স অফিসে বেশ ভালো সাফল্য পাবে, তাদের অন্যান্য ছবির মতোই।

নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল।