‘Ei Raat Tomar Amaar’:অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। বাংলা চলচ্চিত্রের দুই জীবন্ত কিংবদন্তি। এবার এই জুটিকে দেখা যাবে বড়পর্দায়। ছবিটির নাম ‘এই রাত তোমার আমার’। ছবিটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে হইচই স্টুডিওস।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির একটি টিজার। আবহে শোনা যাচ্ছে অঞ্জন দত্তের কণ্ঠে ‘তুমি রবে নীরবে’। অন্যদিকে তাঁদের অভিনয়, এক কথায় অসামান্য। টিজারে একটি দৃশ্যে তাঁদের সংলাপ ভীষণ প্রশংসনীয়। এই জুটি ছাড়া ছবিতে আর কোন অভিনেতা-অভিনেত্রী থাকবেন, সেই নিয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। বেশ কিছুদিন আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিং হয়েছে এই ছবির।
আরও পড়ুন- Upcoming new movie ‘Deva’:অ্যাকশান অবতারে ‘শাহিদ কাপুর’, আসছে নতুন ছবি ‘দেবা’
আগামী ৩১ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই নতুন ছবি এই রাত তোমার আমার। এই দুই অভিনেতা-অভিনেত্রী দর্শকদের মনে জায়গা করে এসছেন যুগ যুগ ধরে। আশা করা যায়, আরও একবার দর্শকের মন ছুঁয়ে যাবে তাঁদের অভিনয়ে।