‘Jailer 2’:বড়পর্দায় আবার ফিরছেন থালাইভা। সুপারস্টার রজনীকান্ত । কিছু বছর আগেই মুক্তি পেয়েছে তার ছবি ‘জেলার’। এবার আসছে সেই ছবির পরের পার্ট জেলার ২। ছবির পরিচালনায় রয়েছেন নেলসন দিলীপকুমার। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অনিরুধ।
‘জেলার’ ছবিটির কথা কার না জানা? বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল এই ছবি। পাশাপাশি ছবিতে ছিল মাস অ্যাকশান। ছবির সিক্যুয়ালেও যে সেইরম অ্যাকশান থাকছে, তা কিন্তু বোঝা গিয়েছে ছবির প্রথম ঝলকেই। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক।
আরও পড়ুন- Former fossils member passed away:প্রয়াত ব্যান্ডের প্রাক্তন সদস্য, শোকস্তব্ধ ‘ফসিলস’
শোনা যাচ্ছে, এই বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছবির। ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনায় রয়েছেন রজনী ভক্তরা। যার রেশ পাওয়া যাচ্ছে মধ্যেই। জেলারের মতই এই ছবিও যে বড়পর্দায় ঝড় তুলবে,তাও বোঝা যাচ্ছে এখন থেকেই।