হেমলক সোসাইটি। বাঙালী সিনেপ্রেমীদের মতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সেরা ছবি গুলির মধ্যে একটি। আত্মহত্যার পথ থেকে বাঁচিয়ে আনার কথা বলা হয় ছবিতে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছিল কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, আসতে চলেছে এই ছবির সিক্যুয়াল।ছবিটির নাম ‘কিলবিল সোসাইটি’। সম্প্রতি এসভিফের অফিসে এই নিয়ে কথা বলতে দেখা গেছে সৃজিত কে।
পাশাপাশি এও শোনা যাচ্ছে, এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় থাকলেও কোয়েল মল্লিক থাকছেন না। সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। সে কারণেই তিনি এই ছবিতে থাকতে পারছেন না। তার জায়গায় থাকতে পারেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। অন্তত এমনটাই শোনা যাচ্ছে এখনও পর্যন্ত। এর আগে ‘আবার প্রলয়’ সিরিজ, বহুরূপী ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি। সৃজিতের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন তিনি।
আরও পড়ুন- Upcoming Movie ‘Jailer 2’:মাস অবতারে সুপারস্টার রজনীকান্ত, আসছে নতুন ছবি ‘জেলার ২’
বর্তমানে আপাতত ‘উইঙ্কেল টুইংকেল’ ছবির শুটিং এবং ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির প্রমোশনে ব্যস্ত সৃজিত। তারপরেই তিনি এই ছবির শুটিং শুরু করবেন। দর্শকদের মধ্যে যে এই ছবি নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে তা তো আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। এখন শুধু ছবি মুক্তির সময়ের অপেক্ষা।

এসভিএফ কর্ণধারের সঙ্গে কথা বলছেন সৃজিত।