Puratan: প্রথমবার বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছেন প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদের এই নতুন ছবির নাম ‘পুরাতন’। ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ।পরিবেশনা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
ছবিতে শর্মিলা,ঋতুপর্ণার পাশাপাশি থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। মূলত পারিবারিক সম্পর্কের গল্প বলবে এই ছবি। ছবিতে অন্যান্য চরিত্রে কারা থাকছেন সে সমন্ধে এখনও পর্যন্ত বিশদে জানা যায়নি। আগের বছর থেকে শুরু হয়েছিল এই ছবির শুটিং। ইতিমধ্যেই বিভিন্ন স্ক্রিনিংয়ে দেখানো হয়েছে এই ছবি।
আরও পড়ুন- Bhaggyolokkhi Trailer: প্রকাশ্যে ‘ভাগ্যলক্ষ্মী’ ছবির ট্রেলার, বছর শেষে চমক ঋত্বিক- সোলাঙ্কির
নতুন বছরে ১১ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে নতুন ছবি পুরাতন। প্রথমবার শর্মিলা-ঋতুপর্ণা জুটি আসার দরুণ তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা। বড়পর্দায় এই জুটির অভিনয় দেখতে যে বড়পর্দায় দর্শকদের ভিড় থাকবে,সে কথা নিঃসন্দেহে বলা যায়।

ছবির পোস্টার।