‘Raghu Dakat’:জল্পনা-কল্পনা সব কিছুকে সরিয়ে রেখে বছর শুরুতে চমক দিলেন সুপারস্টার দেব। এই বছরের পুজোতে আসছে তার নতুন ছবি ‘রঘু ডাকাত’। নাম ভুমিকাতেই বড়পর্দায় দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এসভিএফ এবং দেব এনটারটেনমেনট ভেঞ্চারসের যৌথ প্রযোজনায় আসছে এই ছবি।
ছবিটির ঘোষণা হয়েছিল অনেক আগেই। তবে কোন এক অজ্ঞাত কারণে বারবারই মুক্তির সময় পিছিয়ে যাচ্ছিল। এমনকি, ২০২১ এ একটি মোশন পোস্টারও দেওয়া হয়েছিল প্রযোজনা সংস্থার তরফ থেকে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এবার জানিয়ে দেওয়া হয়েছে যে পুজোতেই আসছে এই ছবি। ছবির বাকি অভিনেতা- অভিনেত্রীদের নাম এখনও পর্যন্ত বিশদে জানা যায়নি।
আরও পড়ুন- Upcoming movie Raas:বড়পর্দায় বিক্রম-দেবলীনা, আসছে নতুন ছবি ‘রাস’
নতুন বছরে রঘু ডাকাত ছবিটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। ইতিমধ্যেই একটি পোস্টার দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খাদানের পর আবারও বক্স অফিস ঝড় ওঠাবেন সুপারস্টার দেব? প্রশ্ন টলি পাড়ায়।

পুজোতে আসছে দেব অভিনীত রঘু ডাকাত।