‘RannaBati’:‘চালচিত্র’ ছবির পর পরিচালক প্রতিম ডি গুপ্তের পরিচালনায় আসছে নতুন ছবি রান্নাবাটি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। ‘মাছের ঝোল’ ছবির পর আবার একসাথে কাজ করতে চলেছেন প্রতিম এবং ঋত্বিক। ছবির প্রযোজক প্রদীপ নন্দী।
ঋত্বিক ছাড়াও ছবিতে থাকছেন সোহিনী সরকার,অনির্বাণ চক্রবর্তী,লোকনাথ দে সহ অন্যান্যরা। ছবির বিষয়বস্তু রন্ধন হলেও ছবির গল্প সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। ছবিতে যে সোহিনী সরকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন,তা জানা গেছে।
আরও পড়ুন- Upcoming Movie Binodini:বড়পর্দায় নটী বিনোদিনীর চরিত্রে রুক্মিণী, প্রকাশ্যে ‘বিনোদিনী’ ছবির ট্রেলার
এই ছবি কবে মুক্তি পাবে, সেই সমন্ধে এখনও কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে এই বছরেই মুক্তি পাবে এই ছবি। চালচিত্র ছবির পর আবারও নতুন ছবির দর্শকের প্রশংসা পান কিনা সেটাই দেখার।

অনির্বাণ চক্রবর্তী এবং লোকনাথ দে।