“Sky Force”:বহিরাগতদের হাত থেকে নিজের দেশকে রক্ষা করাই মূল লক্ষ্য। তার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। তবে শেষপর্যন্ত কী পরিণতি হয় তাঁদের? তারই গল্প বলবে নতুন ছবি স্কাই ফোর্স। ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর। প্রযোজনার দায়িত্বে রয়েছে ম্যাডক ফিল্মস।
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার এবং নবাগত অভিনেতা ভীর পাহারিয়া। অন্য একটি চরিত্রে রয়েছেন নিমরত কর। পাশপাশি, একটি বিশেষ চরিত্রে রয়েছেন সারা আলি খান। ছবিতে ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসারের ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
আরও পড়ুন- Upcoming new movie ‘Deva’:অ্যাকশান অবতারে ‘শাহিদ কাপুর’, আসছে নতুন ছবি ‘দেবা’
আগামী ২৪ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘স্কাই ফোর্স’। ট্রেলার মুক্তির পরপরই অক্ষয়ভক্তদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। বক্স অফিসে কতোটা সাফল্য আনতে পারবে এই ছবি? প্রশ্ন সিনেমা মহলে।