‘Deva’:বড়পর্দা মাতাতে এবার আসছেন শাহিদ কাপুর। আসছে তার নতুন ছবি ‘দেবা’। যেখানে সেই চরিত্রেই দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করছেন রোশান অ্যান্দ্রুস। পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন ববি সঞ্জয়, হুসেন দালাল, আরশাদ সায়িদ সহ আরও অন্যান্যরা। সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন ভিশাল মিশ্রা।
শাহিদ কাপুর ছাড়াও ছবিতে থাকছেন পুজা হেগদে,পাভাইল গুলাতি, প্রাভিস রানা , কুব্রা সাইত সহ আরও অনেক। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির টিজার। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। অনেকের মতে, জনপ্রিয় ছবি ‘কবির সিং’ এর মতোই লাগছে শাহিদকে। পাশাপাশি, ছবিতে যে দুর্দান্ত অ্যাকশান থাকছে তার আভাস পাওয়া গেলো টিজারেই।
আরও পড়ুন- Upcoming bengali movie Bansara:আসছে নতুন ছবি ‘বানসারা’
আগামী ৩১ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘দেবা’। ছবির ট্রেলার মুক্তি পাবে শীঘ্রই। বড়পর্দায় এই ছবি ঠিক কতোটা সাফল্য আনবে। প্রশ্ন সিনেমা মহলে।