Pataal lok season 2: অ্যামাজন প্রাইমে এবার মুক্তি পাচ্ছে জনপ্রিয় সিরিজ পাতাললোকের সিজন ২। অর্থাৎ ওটিটির পর্দায় আবার ফিরছেন জনপ্রিয় চরিত্র হাতিরাম চৌধুরী। যে চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি অভিনেতা জয়দীপ আহালাওয়াতকে। সিরিজটি পরিচালনা করেছেন অভিনাশ অরুণ ধাওয়ারে। চিত্রনাট্য লিখেছেন সুদীপ শর্মা।
সিরিজে জয়দীপ আহালাওয়াত ছাড়াও থাকছেন ইশ্বাক সিং, তিলোত্তমা সোম, গুল পানাগ সহ আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
আরও পড়ুন- Upcoming movie “Sky Force”:আসছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘স্কাই ফোর্স’
আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই পাতাল লোকের এই নতুন সিজন। প্রথম সিজনের পর দর্শকদের কাছে ভূয়সী প্রশংসা পেয়েছে এই সিরিজ।