‘Puropuri Eken’:দার্জিলিং, রাজস্থান , টুঙকুলংয়ের পর এবার পুরীতে সফর একেনবাবুর। কোন রহস্যভেদের সমাধান হবে সেখানে? জানতে হলে দেখতে হবে হইচইয়ের নতুন সিরিজ ‘পুরোপুরি একেন’। সিরিজটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।
প্রতিবারের মতো এবারও একেনবাবুর ভুমিকাতে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। পাশাপাশি সিরিজে রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। এছাড়াও রাজনন্দিনী পাল এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার।
আরও পড়ুন- Upcoming Movie ‘Jailer 2’:মাস অবতারে সুপারস্টার রজনীকান্ত, আসছে নতুন ছবি ‘জেলার ২’
আগামী ২৩ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে এই নতুন সিরিজ পুরোপুরি একেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালী দর্শকদের কাছে ভীষণ পছন্দের চরিত্র একেন। ওটিটিতে তো এর জনপ্রিয়তা আছেই, পাশপাশি বড়পর্দাতেও বক্স অফিস সাফল্য এনেছিল একেন ফ্র্যাঞ্ছাইজির একটি ছবি। সুতরাং এই কথা হলফ করেই বলা যায় যে এই সিরিজও বেশ ভালো মতই জনপ্রিয়তা পাবে দর্শক মহলে।