দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই হাজির লক্ষ্মী পুজো ও কালী পুজো। সেইসবের পাশাপাশি জারি থাকবে নানান নাটকের শো। ইটস মজ্জা বাংলা খোঁজ নিল, কোথায় কোন নাটক অনুষ্ঠিত হবে। ১৯ শে অক্টোবর, সন্ধে ৬:৩০ টা থেকে নজরুল মঞ্চে মঞ্চস্থ হবে ‘সংসৃতি’-র নাটক ‘খোক্কস’। দেবেশ চট্টোপাধ্যায় পরিচালিত ও দেবশংকর হালদার অভিনীত এই নাটকের টিকিটের মূল্য একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অবধি। এই নাটকের আনুমানিক সময়সীমা দু’ঘন্টা দশ মিনিট। ২০ শে অক্টোবর, একাডেমীতে ‘নটরঙ্গ’-র নাটক ‘ছায়াপথের শেষে’-র শো সন্ধে ৬:৩০ টা থেকে। এই নাটকের টিকিটের মূল্য দুশো টাকা থেকে পাঁচশো টাকা, ছায়াপথের শেষে-র আনুমানিক সময়সীমা দুঘন্টা। এছাড়াও, সেদিন অনুষ্ঠিত হবে ‘4th Bell Theatre’ আয়োজিত অনিরুদ্ধ দাসগুপ্ত পরিচালিত নাটক ‘ভোট দিন’। ভোট দিন নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রজত গাঙ্গুলী। এই নাটকের আনুমানিক সময়সীমা দেড় ঘন্টা, টিকিটের মূল্য দুশো টাকা ও তিনশো টাকা।

আরো কিছু নাটকের পোষ্টার
১লা নভেম্বর, একাডেমীতে অনুষ্ঠিত হবে ‘বিনোদিনী অপেরা’। সুদীপ্তা চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, পদ্মনাভ দাসগুপ্ত ও অভিজিৎ গুহ অভিনীত এই নাটক মঞ্চস্থ করবে ‘আঙ্গিক’ নাট্যদল। এই প্রযোজনার টিকিটের দাম দুশো নিরানব্বই থেকে নয়শো নিরানব্বই টাকা। এই নাটকের আনুমানিক সময়সীমা দুই ঘন্টা কুড়ি মিনিট। ৯ই নভেম্বর একাডেমীতে ‘বেলঘরিয়া অভিমুখ’ প্রযোজিত নাটক ‘কোজাগরী’-র শো সন্ধে সাড়ে ছটায়। হাওয়ার্ড ফাস্ট-এর উপন্যাস ‘সাইলাস টিম্বারম্যান’ এর অবলম্বনে রচিত এই নাটকের আনুমানিক সময়সীমা দুঘন্টা পনেরো মিনিট। টিকিটের দাম একশো থেকে তিনশো টাকা। ৭ই নভেম্বর, একাডেমীতে ‘গণকৃষ্টি’র নবতম উপস্থাপনা ‘অথবা রবিঠাকুর’ নাটকটির শো সন্ধে সাড়ে ছটা থেকে। এই নাটকের আনুমানিক সময়সীমা আড়াই ঘন্টা, টিকিটের দাম ১০০ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অবধি।