আগামী ৭ই নভেম্বর ‘OTT’ অ্যাপ আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে রাজ অ্যান্ড ডিকে পরিচালিত পরবর্তী সিরিজ ‘সিটাডেল হানি বানি’। তারই Uk প্রিমিয়ারে লন্ডনে দেখা গেলো অভিনেত্রী সামান্থা রাথ প্রভু এবং প্রিয়াঙ্কা চোপড়া কে। এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান, সামান্থা রাথ প্রভু এবং কে কে মেনন।পাশাপাশি সিরিজে অন্যান্য চরিত্রে থাকছেন সাকিব সালিম,সিকান্দার খের, সোহম মজুমদার সহ আরও অনেকে।আমেরিকান টিভি সিরিজ সিটাডেলের স্পিন অফ হতে চলেছে এই সিরিজ। টিভি সিরিজ ‘সিটাডেলে’তে দেখা গেছিলো প্রিয়াঙ্কা চোপড়া এবং স্কটিশ অভিনেতা রিচার্ড ম্যাডেন কে। এই সিরিজের এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে থাকছেন রুশো ব্রাদার্স। যারা যুক্ত থাকেন জনপ্রিয় মার্ভেল সিনেমাগুলির সাথে।
মূলত অ্যাকশন- থ্রিলার ধর্মী সিরিজ সিটাডেল হানি বানি।গত আগস্ট মাসেই বেরিয়েছে এই সিরিজের টিজার। ইতিমধ্যেই তা নজর কেড়েছে দর্শক মহলে। এর আগে ‘ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’, ‘গান্স অ্যান্ড গুলাবসে’র মত সিরিজ পরিচালনা করেছেন রাজ অ্যান্ড ডিকে। এই প্রথমবার বরুণ ধাওয়ান এবং সামান্থার সঙ্গে কাজ করলেন তারা। কে কে মেননের সাথে এর আগে ‘ফারজি’তে কাজ করেছেন তারা। এই সিরিজে একেবারে ভিন্নরূপে দেখা যাচ্ছে বরুণ এবং সামান্থাকে। তাদের দেখা যাবে হানি এবং বানির চরিত্রে ।অন্যদিকে কেকে মেননকে খুব বেশি দেখা না গেলেও সিরিজে যে তার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বেশ বোঝা যাচ্ছে। বাকিদের চরিত্র সমন্ধেও বিশদে কিছু জানা যায়নি। তবে সিরিজে যে ভরপুর অ্যাকশন থাকবে, তাও টিজারে বেশ স্পষ্ট। রাজ অ্যান্ড ডিকের নতুন এই সিরিজ দর্শকদের কাছে কতোটা জনপ্রিয় হয়, সেই প্রশ্নই এখন সিনেমা মহলে।