আসতে চলেছে পরিচালক অয়ন চক্রবর্তীর নতুন সিরিজ ‘কালরাত্রি’। এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘নিখোঁজ’ সিরিজে পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু কে। জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মিঠাই’য়ের কারণে টেলি দুনিয়ার চেনা মুখ তিনি। এছাড়াও সুপারস্টার দেব অভিনীত ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে দেখা গেছিলো তাকে। সৌমিতৃষা ছাড়াও সিরিজে দেখা যাবে রাজদীপ গুপ্ত, রুপাঞ্জনা মিত্র সহ আরও অনেককে।
কালরাত্রির হাত ধরেই ওটিটির জগতে পা দিলেন সৌমিতৃষা। সূত্রের খবর,তার চরিত্রের নাম দেবী। এর থেকে বিশদে আর কিছু জানা যায়নি। জানা যায়নি গল্পের ব্যাপারেও।তবে ইতিমধ্যেই শুরু হয়েছে এই ছবির শুটিং। চুঁচুড়া, চন্দননগর, বারুইপুর সহ কলকাতার বিভিন্ন এলাকাতে চলছে শুটিং।
নিখোঁজ সিরিজের পর থেকেই অয়নের পরিচালনা বহুবার প্রশংসিত হয়েছে । অন্যদিকে সৌমিতৃষার অভিনয়ও টেলি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও সিরিজের বাকি কলাকুশলীরাও দর্শকের কাছে সমান জনপ্রিয়। তাই এই সিরিজ যে দর্শকদের কাছে প্রিয় হয়ে ওঠার যোগ্যতা রাখে, এ কথা বলাই যায়।