ছোট পর্দার জনপ্রিয় মুখ ঊষসী রায়, নিজের অভিনয় দক্ষতায় ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ছোট পর্দায় তাঁর যাত্রা শুরু করেছিলেন ‘মিলন তিথী’ (২০১৫) ধারাবাহিক দিয়ে। ঊষসীকে দর্শক শেষবার দেখেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘কাদম্বিনী’-তে। ছোট পর্দা ঊষসীর কাছে শুধুমাত্র কর্মক্ষেত্র নয়, এটি তাঁর প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। ঊষসী নিজেই বলেছেন, ছোট পর্দা তাঁকে অভিনয়ের জগতে পরিচিতি এনে দিয়েছে, এবং এই মাধ্যমে আবার কাজ করার প্রতি তাঁর কোনো দ্বিধা নেই। চার বছর পরে, তিনি আবার ছোট পর্দায় ফিরে আসছেন, তাঁর প্রত্যাবর্তন ঘটছে রাজ চক্রবর্তীর হাত ধরে।
রাজ চক্রবর্তী, বর্তমান বাংলা বিনোদন জগতের অন্যতম সেরা পরিচালক হিসেবে পরিচিত। তিনি স্টার জলসায় নতুন একটি ধারাবাহিক আনতে চলেছেন, রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে। ‘গোধূলি আলাপ’-এর পরে তাঁর প্রোডাকশন হাউজের পরবর্তী বড় কাজ হতে চলেছে এই প্রজেক্ট, সেখানে আদ্যন্ত ঘরোয়া গল্পে ঊষসী রায় অভিনয় করবেন। তার বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে, যিনি এর আগে ‘বরণ’ এবং ‘মাধবীলতা’ধারাবাহিকে অভিনয় করেছেন। ধারাবাহিকটির টিজার শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং পুজোর আগে এর প্রথম ঝলক দেখা যেতে পারে। যদিও রাজ চক্রবর্তী এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনো মন্তব্য করেননি, কিন্তু টেলিপাড়ায় এ নিয়ে চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঊষসীর টেলিভিশান প্রত্যাবর্তন তাঁর ভক্তদের অপেক্ষার সমাপ্তি ঘটাতে চলেছে। ২০২৩ সালে ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় ‘ছোটলোক’ ওয়েব সিরিজে অভিনয়ের সময়ও ঊষসী একাধিকবার তার টেলিভিশানে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।