Ustad Zakir Hussian dies:জাকির হুসেন। যাকে এক কথায় বলা যায় তবলার জাদুকর । তবলার মাধ্যমেই ভারতকে সমগ্র বিশ্বর কাছে পরিচিতি দিয়েছিলেন তিনি। ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি। সঙ্গীত পরিসরেই তার বেড়ে ওঠা। বাবা ছিলেন বিখ্যাত তবলা বাদক আল্লা রাকা কুরেশি।তার নাম করেছিলেন কিংবদন্তি উস্তাদ বড়ে গুলাম আলি খাঁ সাহেব।
ছোট থেকে তবলাকেই ধ্যান-জ্ঞান করেছেন তিনি। ১৯৭৩ সালে জর্জ হ্যারিসনের ‘লিভিং ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড’ অ্যালবামে শোনা যায় তার তবলার সুর। পাশাপাশি ১৯৭৩ সালেই জন হার্ডির হার্ড ওয়ার্ক অ্যালবামে কাজ করেছেন তিনি। এছাড়াও ভ্যান মরিশনের আর্থ এবং ইনটু দ্য মিউজিকেও কাজ করেছেন তিনি।
আরও পড়ুন- Koel Mallick Daughter: ঘরে এলো কন্যাসন্তান, দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক
বিভিন্ন ছবিতেও কাজ করেছন তিনি। যার মধ্যে মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার,পারজানিয়া,মাণ্টো ছবি অন্যতম। তার অন্যতম উল্লেখযোগ্য কাজের মধ্যে ‘বনপ্রস্থম’ ছবিটি যায় বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি প্রচুর পুরস্কার এবং সম্মানও পেয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে পদ্মশ্রী, পদ্মভূষণ,পদ্মবিভূষণ। এছাড়াও চারবার বিখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন তিনি।
আরও পড়ুন- Theatre play Antigone:মঞ্চস্থ হলো ‘আন্তিগোনে’!
বহু সম্মান,পুরস্কার তিনি পেয়েছেন এ কথা ঠিকই, তবে আপামর ভারতবাসীর মনে তিনি থেকে যাবেন তবলার অন্যতম প্রাণপুরুষ হিসেবে। আর রয়ে যাবে তার কালজয়ী সব সৃষ্টি। গত ১৫ ডিসেম্বর সানফ্রান্সিস্কোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তার প্রয়াণে ‘ Itsmajja Bangla’ জানায় বিনম্র শ্রদ্ধা।

উস্তাদ ‘জাকির হুসেন’।